Water Colour, Pen and Ink on Paper (10"*12")
শত আবর্জনার নিচে পড়ে থাকা রাতের ফুল বই কিছু নই আমি...
শত শত চোখ চেয়ে আছে -
হয়তো আমারই দিকে চেয়ে ...
আমি অপারগ ...দেওয়ার কিছুই নেই আমার,
কত কাছের মানুষ ধোঁয়ায় মিশছে আজ, হৃদস্পন্দন গুলো কুণ্ডলী পাকিয়ে মর্গের সিঁড়িতে টিকিট হাতে।
নাম জানিনা ,ঠিকানা জানিনা ,শুধু শুনেছি হাহাকার …
ধোঁয়ার গন্ধে গা গুলিয়ে ওঠে আমার ,
ছত্রাক শরীরে আর কত চেয়ে থাকতে পারি?